৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভয়ঙ্কর ঝরনা বাঁচানো হলো মা ও শিশুকে

প্রতিদিনের ডেস্ক
পানি বেড়ে যাওয়ায় ভয়ঙ্কর রূপ ধারণ করে তামিলনাড়ুর একটি ঝরনা। তার পাশে আটকা পড়েন এক নারী ও শিশু। তাদের উদ্ধারে সাহসী অভিযানের ভিডিও ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সবাই প্রশংসা করছেন এমন উদ্যোগের। বাদ যাননি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এ ঘটনার ভিডিও পোস্ট করেছেন টুইটারে। খবর এনডিটিভির। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রচণ্ড বেগে প্রবাহিত হচ্ছে ঝরনার পানি। এর পাশে পাথরের ওপর শিশুকে কোলে নিয়ে নিজের ভারসাম্য রক্ষা করছেন ওই নারী। আনাইভারি মুত্তাল জলপ্রপাতের পানি এত প্রচণ্ড বেগে প্রবাহিত হচ্ছিল যে, যার কারণে ওই নারী জায়গা থেকে সরতে পারছিলেন না। ভারতীয় গণমাধ্যম দ্য নিউজ মিনিটের বরাতে খবরে বলা হয়, সালেম জেলার আনাইভারি মুত্তাল জলপ্রপাত পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। কিন্তু ভারি বৃষ্টির কারণে এ এলাকায় বন্যা দেখা দেয়। ওই নারী ও শিশুও ভারি বৃষ্টির কবলে পড়েছিলেন।পরে বন বিভাগের কর্মকর্তারা দড়ি ব্যবহার করে নারী ও তার শিশুর কাছে পৌঁছে তাদের উদ্ধার করতে সক্ষম হন। টুইটে এমকে স্ট্যালিন লেখেন, যারা মা ও মেয়েকে বাঁচিয়েছে তাদের সাহসী কাজ অত্যন্ত প্রশংসনীয়। ভিডিওতে দেখা যায়, মা ও মেয়েকে উদ্ধারে অংশ নেওয়া দুজন উদ্ধার অভিযান শেষে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যান। পরে বিভিন্ন গণমাধ্যমের সংবাদের সূত্রে জানা গেছে, তারা সাঁতার কেটে নিরাপদে ঝরনা থেকে উঠতে পেরেছেন। সালেম জেলার বন কর্মকর্তা কে গৌতম বলেন, এ ঘটনায় কারও মৃত্যু হয়নি এবং কেউ আহত হননি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়