নিজস্ব প্রতিবেদক
যশোরে কনকনে শীতে জনজীবন কাহিল হয়ে পড়েছে। রোববার ভোর ৫টা ৫০ মিনিটে যশোরে তাপমাত্রা ছিল ১০ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। আর এদিন সকাল ৯টায় সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলেছে, যশোরসহ সারাদেশে ঘন কুয়াশা পড়ছে। রাত থেকেই সারাদেশে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যশোরে ঘন কুয়াশা কমে যায়। রোববার দুপুর সাড়ে ১২টা নাগাদ সূর্য উকি দেয় যশোরে। এরআগ পর্যন্ত কুয়াশার কারণে সূর্যের দেখা পাওয়া যায়নি। এ কারণে কনকনে শীতে যশোরাঞ্চলের জনজীবন কাহিল হয়ে পড়েছে। চরম দুরাবস্থায় দিনপার করছেন গরীব মানুষেরা। শ্রমজীবীরা কাজ না পেয়ে ধার দেনা করে সংসার চালাচ্ছেন।