২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে রাতের আঁধারে ফলান্ত কুমড়ো গাছ কেটে দিল দুর্বৃত্তরা

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের ধাপুয়ার চক কলনীপাড়া গ্রামে রাতের আঁধারে এক কৃষকের ঘেরের পাড়ের মিষ্টি কুমড়া গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা।গত ১৪ জানুয়ারি(শনিবার)সহরব মিস্ত্রীর ছেলে রুহুল কুদ্দুস মিস্ত্রির ক্ষেতের কুমড়া গাছ কেটে ফেলা হয়।ক্ষতিগ্রস্ত কৃষক রুহুল কুদ্দুস জানান,গত১৩ বছর আগে স্থানীয় এক জমির মালিকের কাছ থেকে ১৪ বিঘা জমি লিজ নিয়ে মাছ চাষের সাথে বেড়িতে সবজি চাষ করে আসতেছি কোনরকমে এ বছর সমিতি থেকে লোন নিয়ে মিষ্টি কুমড়া চাষ করি। প্রতিটি গাছে পাঁচ ছয়টা কুমড়ার ফল ধরেছে কিন্তু কে বা কারা শত্রুতা করে শনিবার রাতে আমার ফলান্ত গাছগুলো কেটে দিয়ে গেছে।এবিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়