প্রতিদিনের ডেস্ক
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ভয়েস অ্যাসিস্ট্যান্টে বেশকিছু পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। এক ব্লগ পোস্টে দেয়া ঘোষণায় কোম্পানিটি জানায়, ২৬ জানুয়ারির পর থেকে অ্যাসিস্ট্যান্ট থেকে ১৭টির বেশি ফিচার সরিয়ে নেয়া হবে। খবর গিজমোচায়না।
বিবৃতিতে গুগল জানায়, পরিষেবার গুণগত মান ও বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। ফলে বিভিন্ন ডিভাইসে সহজে অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে। নির্ধারিত সময়ের পর ১৭টি ফিচার ব্যবহারের চেষ্টা করলে ইউজারদের কাছে নোটিফিকেশন পাঠাবে গুগল।
ফিচারগুলোর মধ্যে প্রথমেই গুগল প্লেবুকস থেকে ভয়েস কমান্ডের মাধ্যমে অডিওবুক কন্ট্রোলের সুবিধা সরিয়ে নেয়া হবে। এছাড়াও গুগল অ্যাসিস্ট্যান্ট রান্নার কাজে সহায়তা করবে না। বিশেষ করে রেসিপি সম্পর্কে তথ্য দেয়া, পরীক্ষামূলক ভিডিও ও ধাপ অনুযায়ী গাইডলাইন সুবিধা বন্ধ হয়ে যাবে। গুগল অ্যাসিস্ট্যান্ট ডিভাইসে কোনো মিডিয়া, মিউজিক বা রেডিও অ্যালার্ম হিসেবে সেট করা যাবে না। এছাড়া স্মার্ট ডিসপ্লে ও স্পিকারের মাধ্যমে স্টপওয়াচ পরিচালনার সুবিধাও সরিয়ে নেয়া হবে। ভয়েস কমান্ডের মাধ্যমে ই-মেইল, ভিডিও বা অডিও মেসেজ পাঠানোর দিনও শেষ হয়ে আসছে।