৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

আরসিওজির বাংলাদেশের সভাপতি হলেন অধ্যাপক ফওজিয়া হোসেন

প্রতিদিনের ডেস্ক
যুক্তরাজ্যভিত্তিক রয়্যাল কলেজ অব অবসটেট্রিশিয়ানস অ্যান্ড গায়নোকোলজিস্টসের (আরসিওজি) বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. ফওজিয়া হোসেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গাইনি অংকোলজি বিভাগে ইউনিট প্রধান হিসেবে কর্মরত আছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডা. ফওজিয়া হোসেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, হলি ক্রস কলেজে লেখাপড়া করেন। স্যার সালিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে পাস করে দশম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। পরে যুক্তরাজ্যের এনএইচএস-এ স্পেশালিস্ট রেজিস্ট্রারের চাকরি করেন। ২০০৫ সালে দেশে ফিরে আসেন।
তিনি যুক্তরাজ্যের রয়াল কলেজ থেকে এমআরসিওজি, এফ‌আরসিওজি, গাইনি ক্যানসার ও ইনফারটিলিটিতে উচ্চতর ডিগ্রি লাভ করেন। গাইনিতে এম‌এস করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে।
তিনি ওজিএসবি গবেষণা উন্নয়ন কমিটির সভাপতি ও বিডিএসসিসিপির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। উচ্চ শিক্ষা, ট্রেনিং, গবেষণা ও নারী স্বাস্থ্য উন্নয়নে তার অবদান রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়