৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ইনফিনিক্সের নতুন ওয়্যারলেস চার্জার উন্মোচন

প্রতিদিনের ডেস্ক
ওভার দি এয়ার বা দূর থেকে চার্জ দেয়া যাবে এমন ওয়্যারলেস চার্জিং সলিউশন এখন সেভাবে কেউ আনছে না। শাওমি, অপোর মতো প্রতিষ্ঠান সবশেষ এ চার্জিং পদ্ধতির কথা জানিয়েছিল। দীর্ঘ সময় পর সিইএস ২০২৪-এ ইনফিনিক্স একই সুবিধার ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির কথা জানিয়েছে। খবর এনগ্যাজেট।
এয়ারচার্জ নামের প্রযুক্তিটি লো-ফ্রিকোয়েন্সি ম্যাগনেটিক রেজোনেন্স ব্যবহার করে, যা ওয়্যারলেস অবস্থায় ৭ দশমিক ৫ ওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। কোম্পানির দাবি ২০ মিটার বা ৭ দশমিক ৮৭ ইঞ্চি দূর থেকেও এটি কাজ করবে এবং ডিভাইস চার্জ হবে।
ইনফিনিক্সের মতে, যেসব ব্যবহারকারী গেম খেলা বা ভিডিও দেখার সময় ডিভাইস চার্জ করতে চায় তাদের জন্য এটি কার্যকরী প্রযুক্তি। এর মাধ্যমে চার্জ দেয়ার জন্য কেবলের প্রয়োজনে হবে না। ৮ ইঞ্চি দূর থেকে চার্জ দেয়ার সুবিধা থাকায় যে কেউ চাইলে টেবিলের নিচেও এয়ারচার্জের প্যাড বসিয়ে নিতে পারবে বলে জানিয়েছে ইনফিনিক্স।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়