প্রতিদিনের ডেস্ক
এনা সাহা। টলিপাড়ার চেনা মুখ। অনেক দিন পর ইনস্টাগ্রামে দেখা গেল অভিনেত্রীকে। জিমের ভিডিও শেয়ার করেছেন তিনি। অভিনেত্রীকে জিম করতে দেখে আবারো ধেয়ে এলো নিন্দার ঝড়। তার ভিডিওতে একজনের মন্তব্য, আপনি যতই জিম করুন, রোগা হওয়া খুবই মুশকিল। অপরজনের মন্তব্য, এত কসরত করছেন, তবু কাজ পাবেন না! তবে অভিনেত্রী তার কোনো জবাব দেননি।