প্রতিদিনের ডেস্ক
বিনা পাসপোর্ট ও ভিসায় ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষ সংক্রান্তি মেলায় বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছে বাংলাদেশি ১০ যুবক।সোমবার (১৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন লংগদু আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা।
তিনি জানান, আটকদের বাড়ি রাঙ্গামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে। শুক্রবার তাদের আটক করে বিএসএফ। পরে ২৫ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান সে দেশের আদালত।
তারা হলেন, মো. রবিউল, মো. ইসমাইল, মো. সোহেল, মো. হাসান, মো. আল আমিন, মো. আবদুল জলিল, মো. বেলাল, মো. সুমন, আব্দুস সালাম ও মো. শামসুদ্দিন।
অজয় মিত্র চাকমা বলেন, ত্রিপুরা রাজ্যে পৌষ সংক্রান্তিতে একটি মেলা হয়। প্রতি বছর খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ভারতের সীমান্ত দিয়ে অনেক মানুষ এ মেলায় যাতায়াত করে। তেমনি আমার ইউনিয়ন থেকেও অনেকে এ মেলায় গিয়েছে। কিন্তু শুক্রবার মেলায় যাওয়ার পথে কোনো এক বাংলাদেশি বিএসএফকে লক্ষ্য করে গুলতি ছোড়ে। এতে ওরা ক্ষিপ্ত হয়ে ধরপাকড় শুরু করে। সেই ধরপাকড়ে শুক্রবার দুপুরে আমার ইউনিয়নের ১০ জনকে আটক করে বিএসএফ। পরে তাদের পুলিশের হাতে তুলে দিলে আদালতের মাধ্যমে তাদের ২৫ দিনের কারাদণ্ড হয়। তাদের কারো কাছেই পাসপোর্ট ভিসা ছিল না। বর্তমানে তারা গন্ডাঝড়া কারাগারে আছে বলে জেনেছি।তিনি আরও বলেন, ২৫ দিনের কারাদণ্ড শেষে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হবে বলে জানতে পেরেছি।
প্রতি বছর পৌষ সংক্রান্তিতে ভারতের ত্রিপুরা রাজ্যে একটি পূজা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ সেই মেলায় অংশ নেন।