১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

যা রটেছে তা ঘটেনি

প্রতিদিনের ডেস্ক
শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের দিন থেকেই গুঞ্জন উঠেছিল, অভিনেত্রী নীলাঞ্জনা নীলাকে বিয়ে করেছেন জোভান। এমনকি সেটা রীতিমতো ভাইরালও হয়েছে! এবার এই গুঞ্জনে স্পষ্টভাবে মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়ে দেন যা রটেছে এমন কোনো কিছু ঘটেনি। অর্থাৎ জোভানের সঙ্গে অভিনেত্রী নীলাঞ্জনা নীলার বিয়ের খবরটি ভুয়া। অভিনেত্রী শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, ভালোবাসা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ! বড় বিস্মিত আমি, ঘুম থেকে উঠে শুনি আমার বিয়ে হয়ে গেছে! ভক্তদের সতর্ক করে দিয়ে নীলাঞ্জনা আরও লিখেছেন, একটু গুলিয়ে ফেলেছেন, এটা আমার বিয়ের দিন না। যখন সময় আসবে, তখন আমি নিজেই সবার সঙ্গে এই আনন্দ ভাগ করে নেবো। হ্যাশট্যাগে লেখেন, ‘নট দ্য বিগ ডে ইয়েট’ (এখনো বিয়ের দিনটি আসেনি)। প্রসঙ্গত, ছোট পর্দার জনপ্রিয় মুখ নীলাঞ্জনা নীলা।
চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন তিনি। নির্মাতা বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ ছবিতে দেখা যাবে তাকে। এতে তিনি জুটি বেঁধেছেন অভিনেতা সোহেল মণ্ডলের সঙ্গে। এ বছরই ছবিটি মুক্তির কথা রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়