প্রতিদিনের ডেস্ক
অভিনেত্রী রাধিকা আপ্তে চরম হয়রানির শিকার হয়েছেন। তিনি চার ঘণ্টা আটকে ছিলেন বিমানবন্দরে। তিক্ত অভিজ্ঞতার কথা বিমানবন্দর থেকেই ইনস্টাগ্রামে বেশকিছু ছবি ও ভিডিও পোস্ট করে জানিয়েছেন তিনি। তবে, কোন বিমানবন্দর কিংবা কোন বিমান সংস্থা তা উল্লেখ করেননি তিনি। এই অভিনেত্রী জানান, ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার কথা জানানোর পর বিমানবন্দরের অ্যারোব্রিজে তালাবন্ধ করে রাখা হয় ফ্লাইটের যাত্রীদের। সেখানে কোনো খাবার পানি ও টয়লেটের ব্যবস্থা ছিল না। নিরাপত্তার কারণ দেখিয়ে দরজাও খোলা হয়নি। তার পোস্ট করা প্রথম ভিডিওতে তালাবন্ধ কাঁচের দরজার ভেতর আটকে পড়া যাত্রীদের দেখা যায়। যাদের কয়েকজন নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। পরের ছবিগুলোতে মেঝেতে বসে থাকতে দেখা যায় রাধিকাকে।
পোস্টের ক্যাপশনে যাত্রীদের ভোগান্তির কথা তুলে ধরেন তিনি। উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে ভারতের উড়োজাহাজ চলাচলে সমস্যার কয়েকটি ঘটনা জানা গেছে। এরমধ্যে গত শনিবার সকালে ঘন কুয়াশার কারণে ভারতের মুম্বই থেকে গুয়াহাটিগামী ইনডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজকে ঢাকায় জরুরি অবতরণ করানো হয়েছে। এক বিবৃতিতে ইনডিগো কর্তৃপক্ষ বলেছে, বৈরী আবহাওয়ার কারণে মুম্বই থেকে গুয়াহাটিগামী ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটটি ঢাকার দিকে ঘুরিয়ে দেয়া হয়েছে। ফ্লাইটটিকে ঢাকা থেকে গুয়াহাটিতে ফিরিয়ে নিতে ক্রুদের বিকল্প একটি দলকে আনা হচ্ছে।