১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

নওয়াজের দলের নির্বাচনী প্রচার শুরু

প্রতিদিনের ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক দল পিএমএল(এন) নির্বাচনী প্রচার শুরু করেছে। নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ আজ সোমবার পাঞ্জাব প্রদেশের ওকারা এলাকায় শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন। দেশটিতে আগামী ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে নওয়াজ শরিফের দল সামরিক সমর্থন পেয়ে এগিয়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত নভেম্বরে দেশটিতে সাধারণ নির্বাচনের কথা থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তা পিছিয়ে দেওয়া হয়। এরই মধ্যে নওয়াজ শরিফের প্রধান প্রতিদ্বন্দ্বী ও কারাগারে থাকা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) সামরিক দমন–পীড়নের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
তাদের নির্বাচনী প্রচার করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পিটিআইয়ের। অবশ্য সেনা কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়