প্রতিদিনের ডেস্ক
রাধিকা আপ্তের পর সোনু সুদ বিমানবন্দরে দুর্বিষহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, ৩ ঘণ্টা ধরে ধৈর্য্য সহকারে বিমানবন্দরে অপেক্ষা করেছি। ঘন কুয়াশার কারণে বিলম্ব ছিল সকল ফ্লাইট। এটা আমার জন্য দুর্বিষহ অভিজ্ঞতা ছিল। পাশাপাশি যাত্রীদের বিমান ও বিমানবন্দরের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতেও বারণ করেছেন ‘মসিহা’। করোনা কাল থেকে নিরন্তর মানুষের সেবা করে চলেছেন সোনু। সেই কারণেই পেয়েছেন ‘মসিহা’ খেতাব।