প্রতিদিনের ডেস্ক
কনটেন্ট নির্মাতাদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন ডকিং স্টেশন নিয়ে এসেছে আসুস। এটি ট্রিপল ফোরকে থান্ডারবোল্ট ৪ ডক ডিসি৫০০ নামে এসেছে। খবর গিজচায়না।
আসুসের দাবি এটি বিশ্বের সবচেয়ে ছোট থান্ডারবোল্ট ৪ ডক। এতে ১২টি পোর্ট দেয়া হয়েছে। একটি কেবলের মাধ্যমে এ ডক ব্যবহার করে ডিসপ্লে থেকে শুরু করে একাধিক ডিভাইস যুক্ত করা যাবে। নতুন এ ডক স্টেশনে একটি থান্ডারবোল্ট ৪ ও দুটি এইচডিএমআই ২.১ পোর্ট রয়েছে। যেগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা একসঙ্গে ফোরকে রেজল্যুশনের তিনটি ডিসপ্লে যুক্ত করে মাল্টিটাস্কিং করতে পারবে। এছাড়া এইটকে রেজল্যুশনের মনিটরে যেকোনো কিছু দেখায় উন্নত অভিজ্ঞতা পাবে। থান্ডারবোল্ট ৪ পোর্ট একই সঙ্গে প্রতি সেকেন্ডে ৪০ গিগাবাইট গতিতে তথ্য আদান-প্রদান করতে পারে। ফলে কাজের সময় দ্রুত ফাইল কপি করার পাশাপাশি যেকোনো কাজ সহজে করা যায়। এছাড়া ল্যাপটপের জন্য ডিভাইসটি ১০০ ওয়াট পর্যন্ত পাসথ্রু চার্জিং সুবিধা দেবে।
ডিসপ্লে ছাড়া ডকে আরো কিছু ফিচার রয়েছে। এর মধ্যে এসডি ও মাইক্রোএসডি কার্ডের জন্য ইউএইচএস-২ কার্ড রিডার, দুটি ইউএসবি টাইপ এ ৩.২ জেন ২ পোর্ট, দুটি ইউএসবি-এ ২.০ পোর্ট, একটি ২.৫ জিবিপিএসের ইথারনেট পোর্ট ও একটি অডিও কম্বো জ্যাক রয়েছে। ডকটির বাজারমূল্য ৩৪৯ ডলার।