নিজস্ব প্রতিবেদক
বেনাপোলের পুটখালী গ্রাম থেকে ৭০০ বোতল ফেনসিডিল ও নগদ ২৯,৫০০ টাকা সহ নয়ন হোসেন (২৫) ও বিল্লাল হোসেন (২১) নামে দুই জন মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব। সোমবার বিকালে ওই গ্রামের ভারত সীমান্তবর্তী ইছামতী নদীর পাড়ে মাদক কেনা বেচার সময় তাদের আটক করা হয়। আটককৃত নয়ন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মালেক মিয়ার ছেলে একই গ্রামের হাবিবুর রহমান এর ছেলে বিল্লাল হোসেন।
যশোর র্যাব -৬ এর কোম্পানি কমান্ডার মোহাম্মাদ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে অভিযান পরিচালনা করে আসামিদের মাদক সহ আটক করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।