প্রতিদিনের ডেস্ক
১৯৯৭ সালে এ আর রহমান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম্’ গানটিকে নিজের মতো করে তৈরি করেছিলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বিদেশের মাটিতে আচমকা রহমানের গাড়ির সামনে হাজির এক বিদেশি ভক্ত। তাকে দেখামাত্রই উচ্ছ্বসিত হয়ে পড়েন ওই তরুণী। তার প্রতি ভালোবাসা প্রদর্শনে গিটার বাজিয়ে ‘বন্দেমাতরম’ গানটি গেয়ে শোনান। রহমানও মোবাইল দিয়ে এই কাণ্ড ভিডিও করেছেন।