প্রতিদিনের ডেস্ক
বিপিএলকে সামনে রেখে ইতোমধ্যে খেলোয়াড়রা সবাই যে যার দলের হয়ে শুরু করে দিয়েছেন অনুশীলন। তবে লম্বা সময় বিশ্রাম কাটিয়ে একটু দেরিতেই অনুশীলনে নেমেছেন পেসার শরিফুল ইসলাম।
বিপিএলের এবারের আসরে দুর্দান্ত ঢাকার হয়ে মাঠ মাতাবেন শরিফুল। জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদও আছেন একই দলে। গতকাল সোমবার দুই পেসারের যুগলবন্দী দেখা গেল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে। ঢাকার অনুশীলনের প্রথম দিনেই মাঠে ফেরার অনুভূতি জানিয়েছেন জাতীয় দলের বাঁহাতি পেসার।
শরিফুল বলেন, ‘গত বছরটা আমার খুব ভালো গেছে, বিশেষ করে শেষ ৬-৭ মাস। নতুন বছরে বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ফর্মটা ধরে রাখার
বিপিএলের পরপরই বাংলাদেশে তিন সংস্করণের সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা। আছে জিম্বাবুয়ে সিরিজও। এর পরই বাংলাদেশ দল যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই দুই সিরিজ সামলে বিশ্বকাপের হিসেবটাও মাথায় আছে শরিফুলের, উদ্দেশ্য ভালো খেলা, ‘যতটা ফিট থেকে খেলা যায়, সে চেষ্টাও থাকবে। কারণ, সামনে দেশের হয়ে অনেক খেলা আছে। এটাই আমার মূল লক্ষ্য।’