৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

মনোমালিন্য

প্রতিদিনের ডেস্ক
‘পাঠান’-এর সাফল্যের রেশ এখনো কাটেনি। বক্স অফিসে এখনো বেশ ভালোই ব্যবসা করছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। এর মাঝেই মুক্তি পেতে যাচ্ছে পরিচালকের পরবর্তী ছবি ‘ফাইটার’। অ্যাকশন ছবি পরিচালনায় সিদ্ধার্থ আনন্দের দক্ষতা নিয়ে প্রশংসা সর্বত্র। দর্শক ও বক্স অফিসের হাল হকিকত নাকি ভালোই বুঝতে পারেন পরিচালক। ‘ওয়ার’-এর পরে ফের ‘ফাইটার’ ছবিতে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরিচালক। ছবিতে হৃতিকের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এর আগে ‘পাঠান’-এ পরিচালকের পছন্দ ছিলেন দীপিকা। পরিচালক-নায়িকার সখ্যের কথা বলিউডে সকলেরই জানা। কিন্তু ‘ফাইটার’ মুক্তির মাত্র দু’সপ্তাহ আগেই নাকি দীপিকাকে নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছেন পরিচালক।
দীপিকার অনুরাগীরা দাবি করেছেন, পরিচালকের এমন কাজে নায়িকা অসম্মানিত হয়েছেন। পরিচালকের এমন কাজের বেশ সমালোচনাও করছেন দীপিকার অনুরাগীরা। ২৫শে জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ফাইটার’। আগামী সপ্তাহের প্রকাশ্যে আসবে ছবির প্রথম প্রচার ঝলক। তার আগে নায়িকা-পরিচালকের মনোমালিন্য। পরিচালকের ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাবে মাত্র ২০ জনকে অনুসরণ করেন তিনি। যার মধ্যে শাহরুখ খান, হৃতিক রোশন, বিপাশা বসু থেকে একেবারে হাতেগোনা ক’জন। কিন্তু সেই তালিকা থেকে বাদ এবার দীপিকা। কিন্তু আচমকা কী এমন হলো তাদের যে, এমন সিদ্ধান্ত সিদ্ধার্থের। যদিও নেটাগরিকদের একাংশের ধারণা, ছবিমুক্তির তারিখ এগিয়ে আসছে। সবটাই নাকি প্রচারে থাকার কৌশল। তবে সত্যি-মিথ্যা জানেন তারাই। যদিও এ বিষয়ে?এখনও মুখ খোলেননি দীপিকা। মুখ খোলেননি পরিচালকও। তবে বিষয়টি নিয়ে বেশ ভালোভাবেই আলোচনা চলছে বলিউডপাড়ায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়