৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোরে ট্রাকের ধাক্কায় চলন্ত ট্রেনের বগি ও ইঞ্জিনের ক্ষতি

নওয়াপাড়া সংবাদদাতা
যশোরে ট্রাকের ধাক্কায় নকশীকাঁথা কমিউটার ট্রেনের একটি বগি ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে; তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সোমবার মধ্যরাতে যশোরের নওয়াপাড়ার একটি অননুমোদিত রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে খুলনাঞ্চলীয় রেলওয়ের প্রকৌশলী গৌতম বিশ্বাস জানান। তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি নওয়াপাড়া নৌবন্দর এলাকা অতিক্রম করছিল। নওয়াপাড়া মূল রেল ক্রসিং পার হয়ে অননুমোদিত একটি ক্রসিং অতিক্রম করার সময় সড়ক থেকে আসা একটি ট্রাক চলন্ত ট্রেনটিকে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে। এতে ট্রেনের একটি বগি ও ইঞ্জিন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ধাক্কা দেওয়ার আগেই ট্রাকটির চালক লাফিয়ে যানটি থেকে নেমে যান। পরে ঘটনাস্থলে ট্রেনটি কিছুক্ষণ দাঁড়ালেও ওই পথে রেল চলাচল বিঘ্নিত হয়নি জানিয়ে রেলওয়ের গৌতম বিশ্বাস বলেন, অননুমোদিত ওই রেল ক্রসিংয়ে কোনো গেইটম্যান নেই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়