২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

৩৩ বছর পর স্থায়ী ক্যাম্পাসের সনদ পেলো আইইউবিএটি

প্রতিদিনের ডেস্ক
প্রতিষ্ঠার ৩৩ বছর পর অবশেষে স্থায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন ও পরিচালনার সনদ পেলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।মঙ্গলবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশ থেকে এ তথ্য জানা গেছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মন্ত্রণালয়ের উপসচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা) ড. মো. ফরহাদ হোসেন আদেশে সই করেছেন।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মতামত অনুযায়ী- বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ১০ মোতাবেক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অনুকূলে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র প্রদান করা হলো।
১৯৯১ সালে আইইউবিএটি যাত্রা শুরু করে। পরের বছর ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়টি ডিগ্রি প্রদান শুরু করে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথিকৃৎ এ বিশ্ববিদ্যালয়টি দেশে প্রথম বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট এবং বেসরকারিভাবে প্রথম অ্যাগ্রিকালচার, নার্সিং ও মেকানিক্যাল ইঞ্জিয়ারিং প্রোগ্রাম চালু করে।
থাইল্যান্ডের অ্যাসাম্পশন ইউনিভার্সিটি অব ব্যাংককের সঙ্গে তাদের সহযোগিতা চুক্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়টি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজেরও সদস্য। রাজধানীর উত্তরার মডেল টাউনে ৬ দশমিক ৫ একর জমির ওপর আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাস রয়েছে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে আট হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়