২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

উপহারের স্বর্ণের নৌকা ফেরৎ দিলেন রশিদুজ্জামান এম পি

আব্দুর রাজ্জাক বুলি, পাইকগাছা
খুলনা-৬ পাইকগাছা-কয়রার নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান শিক্ষককদের দেওয়া স্বর্নের নৌকা উপহার গ্রহন করে তা ফেরৎ দিলেন। বুধবার সকাল ১০ টায় উপজেলার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যায়ে ৫২ তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ তাকে নৌকা উপহার দেন। উদ্বোধনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেন, বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অল্প বেতন বা কষ্টার্জিত আয় থেকে তৈরী স্বর্ণের নৌকা উপহার আমি গ্রহন করতে পারছি না। তাই এ উপহার আপনারা সম্মানের সাথে ফিরিয়ে নিন। জাতীয় স্কুল ও মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে সংসদ সদস্য ও অতিথিবৃন্দ জাতীয় পাতকা ও ক্রীড়া সংস্থার পতকা উত্তোলন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী শেখ,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াৎ হোসেন পাপ্পু,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষককদের মধ্যে রহিমা আক্তার সম্পা,শহিদুল ইসলাম,গদাইপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নির্মল অধিকারী,পিযুষ সাধুসহ অনেকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়