২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কৃত্রিম বুদ্ধিমত্তা এবার হাতের লেখাও নকল করবে

প্রতিদিনের ডেস্ক
হাতের লেখা নকল করতে সক্ষম এআই টুল তৈরি করেছেন গবেষকেরা
হাতের লেখা নকল করতে সক্ষম এআই টুল তৈরি করেছেন গবেষকেরারয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মানুষের জন্য যেমন কল্যাণ বয়ে আনতে পারে, তেমনি হয়ে উঠতে পারে ভয়ংকর হুমকি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের কৃত্রিম ছবি বা ভিডিও তৈরি করা যায়। চাইলে কোনো ব্যক্তির কণ্ঠ নকল করে বার্তাও পাঠানো সম্ভব। এবার হাতের লেখা নকল করতে সক্ষম এআই টুল তৈরি করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত মোহাম্মদ বিন জায়েদ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
গবেষকদের দাবি, নতুন এআই টুলটি যেকোনো ব্যক্তির হাতের লেখা নকল করে বিভিন্ন বাক্য লিখতে পারে। এ জন্য প্রথমেই নির্দিষ্ট ব্যক্তির হাতে লেখা বিশ্লেষণ করে টুলটি। এরপর সেই ব্যক্তির লেখার অনুকরণে বার্তা লিখে দেয়। টুলটির কার্যকারিতার বিষয়ে গবেষক দলের সদস্য সালমান খান জানান, টুলটি দিয়ে লেখা বার্তাকে প্রকৃত ব্যক্তির লেখার ধরন থেকে আলাদা করা সম্ভব হয়নি। আর তাই টুলটির সক্ষমতা বেশ সন্তোষজনক।
হাতের লেখা নকল করতে সক্ষম টুলটিকে প্রাথমিকভাবে ইংরেজি ভাষার উপযোগী করে তৈরি করা হয়েছে। ভবিষ্যতে অন্যান্য ভাষায়ও ব্যবহার করা যাবে টুলটি। তবে টুলটি এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি। এ বিষয়ে গবেষক দলের সদস্য রাও মোহাম্মদ জানিয়েছেন, হাতের লেখা একজন ব্যক্তির পরিচয় প্রকাশ করে। আর তাই টুলটির অপব্যবহার যেন না হয়, সে বিষয়ে আমরা সতর্ক।
উল্লেখ্য যে কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তির সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির ভুয়া ছবি বা ভিডিও তৈরির পাশাপাশি কণ্ঠস্বর নকল করেও প্রতারণা করছে একদল প্রতারক। পরে এসব ভুয়া ছবি, ভিডিও বা কৃত্রিম কণ্ঠস্বর কাজে লাগিয়ে বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে তারা। আর তাই হাতের লেখা নকল করার প্রযুক্তি উন্মুক্ত হলে প্রতারণার ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: ম্যাশেবল

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়