২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

খুবির নির্বাহী প্রকৌশলী শেখ কামরুল ইসলামের পিতার মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে কর্মরত নির্বাহী প্রকৌশলী শেখ কামরুল ইসলামের পিতা শেখ ইদ্রিস আলী আজ বুধবার (১৭ জানুয়ারি) আনুমানিক ভোর ৬টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর রূপসা উপজেলার মহিষাগুনিতে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রকৌশল বিভাগে কর্মরত নির্বাহী প্রকৌশলী শেখ কামরুল ইসলামের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে সভাপতি এস এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলসহ অন্যান্য সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়