প্রতিদিনের ডেস্ক
অভিনয়শিল্পী, উপস্থাপিকা ও গায়িকা স্বাগতা। সাত বছর প্রেমের পর গুণী চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন তিনি। ছয় বছর সংসারের ইতি টেনে ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর সিঙ্গেলই ছিলেন দীর্ঘদিন। এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্বাগতা জানিয়েছেন, চলতি মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন বিয়ে করছেন তিনি। তার হবু বরের নাম ড. হাসান আজাদ। তিনি লন্ডন প্রবাসী।