ডুমুরিয়া সংবাদদাতা
খুলনার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালি বাজার সংলগ্ন ডাকাতিয়া বিল থেকে অলোকা মন্ডল (৭১) নামের এক মহিলার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কাজিরহুলা গ্রামের মহিলা অলোকা মন্ডল গত ৪-৫ দিন ধরে শরাফপুর ইউনিয়নের বানিয়াখালি বাজার এলাকায় ছেড়া কাপড়ের ঝুপড়ি নিয়ে ঘোরাঘুরি করছিল। কিন্তু বানিয়াখালি বাজার সংলগ্ন মিজান উকিলের বাড়ির পাশের বিলে ওই মহিলার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।