৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভাঙতে চলেছে ১১ বছরের সংসার

প্রতিদিনের ডেস্ক
সাম্প্রতিক সময়ে একের পর এক সাফল্য দেখছেন দেওলরা। ধর্মেন্দ্রের প্রথম পক্ষের সন্তান সানি দেওল ও ববি দেওল নিজের পুরনো জায়গা ফিরে পেয়েছেন বলিউডে। দুই ভাইয়ের সাফল্যে খুশি দেওল পরিবার। ঠিক সেই সময় জোর গুঞ্জন ধর্মেন্দ্র-হেমা মালিনীর কন্যা এষা দেওলকে নিয়ে। সংসার ভাঙতে বসেছে এষার। ২০১২ সালের জুন মাসে হিরা ব্যবসায়ী ভারত তখতানির সঙ্গে বিয়ে হয় এষার। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন অভিনেত্রী। তার দু’বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম। সাজানো-গোছানো সংসার। এ বার সেটাই ভাঙতে বসেছে।
গেল বছর প্রায় সব ক’টি অনুষ্ঠানে একাই এসেছেন এষা। হেমা মালিনীর জন্মদিন থেকে শুরু করে বলিউডের সকল বিয়ের অনুষ্ঠানে। সব জায়গায় একা এষা। যদিও দেওল পরিবারের সব ক’টি অনুষ্ঠানে এষাকে দেখা যেত তার স্বামীর সঙ্গে। গত কয়েক মাস ধরেই মনোমালিন্য চলছে। শোনা যাচ্ছে, দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে থাকেন অভিনেত্রী। সম্প্রতি আইরা খানের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায় এষাকে। এমনকী অভিনেত্রীর জন্মদিনেও দেখা মেলেনি তার স্বামীর।
সমালোচকদের দাবি, এষার স্বামী নাকি বেঙ্গালুরুতে তার প্রেমিকার সঙ্গে একত্রবাস করছেন। এমন নানা জল্পনা এখন মায়ানগরী জুড়ে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি এষা বা ভরতের কেউই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়