২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোরে শীতে কাহিল জনজীবন

নিজস্ব প্রতিবেদক
যশোরের আকাশে একদিন দেখা পাবার পর ফের মুখ লুকিয়েছে সূর্য। এ কারণে কনকনে শীতে কাহিল যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবন। ঘন কুয়াশা ও উত্তরের বাতাসে মানুষের বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। বুধবার সকাল ৬টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘন কুয়াশার কারণে যশোরের আকাশে দেখা যায়নি সূর্যের। এ কারণে শীতের মাত্রা আরও বেড়েছে। এছাড়া উত্তরের বাতাসের কারণে শীত এ অঞ্চলে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। যার প্রভাবে তাপমাত্রার চাইতে শীত বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এর আগে সোমবার সকাল থেকেই যশোরের আকাশ কিছুটা কুয়াশামুক্ত ছিল। এ কারণে সূর্যের দেখা পওয়া গিয়েছিল সারাদিনই। যার প্রভাবে এদিন যশোরে শীত কানিকটা কম ছিল।
এদিকে, তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে যশোরাঞ্চলের জনজীবন। এ পরিস্থিতিতে গরীব মানুষের বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। তারা পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে নির্ঘুম রাত কাটাচ্ছে। তাদের সাহায্যে গরম কাপড় নিয়ে তেমন কেউ বা কোন সংগঠন এগিয়ে আসছে না। ফলে কঠিন এ পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়