প্রতিদিনের ডেস্ক
২০১৬ সালে ‘গহনযাত্রা’ নাটকে একক অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী সৈয়দা শামছি আরা সায়েকা। দেশ-বিদেশে নাটকটি প্রশংসা পেয়েছিল। এবার এ অভিনেত্রীর নির্দেশনায় মঞ্চে আসছে নতুন নাটক ‘উনপুরুষ’। আগামী ২৩ ও ২৪শে জানুয়ারি সন্ধ্যায় বেইলী রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দু’দিন মঞ্চায়িত হবে। নাটকটি রচনা করেছেন অপু মেহেদী। নবরস নৃত্য ও নাট্যদলের প্রথম প্রযোজনা এটি।