৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

সাগরদাঁড়িতে মধুমেলা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা

আবু হুরাইরা রাসেল, কেশবপুর
কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা ১৬ জানুয়ারি বিকালে সাগরদাঁড়ি মধুমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আরবাউল হাছান মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনা অনুষ্ঠিত বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট কমলেশ মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম, মনিরামপুর সার্কেলের এ এসপি কাজী দাউদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির হোসেন, থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত,খেলাঘরের আব্দুল মজিদ প্রমুখ। উল্লেখ্য সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৪ আগামী ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি ৯ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়