সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যহত রাখার স্বার্থে ছয় মাসের জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের (গাজীপুর) ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা এ কমিটি গঠনের নির্দেশ দেন। এডহক কমিটির সভাপতি হিসেবে (ভাইস চান্সেলর কর্তৃক মনোনীত )সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কবীর হোসেন মিলন, বিদ্যোৎসাহী সদস্য হিসেবে(ভাইস চান্সেলর কর্তৃক মনোনীত ) আওয়ামী লীগ নেতা তাপস কুমার আচার্য, সভাপতি কর্তৃক প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে হিতৈষীদের মধ্য থেকে একজন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্য থেকে একজন ও পদাধিকার বলে অধ্যক্ষ ওই এডহক কমিটির সদস্য সচিব মনোনীত হবেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্ণিং বডি গঠণ সংক্রান্ত (অধিভুক্ত কলেজ/ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভণিং বডি) সংশোধন সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস চান্সেলর এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহার করতে পারেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ নেতা তাপস কুমার আচার্য সিটি কলেজের এডহক কমিটি গঠণের বিষয়টি নিশ্চিত করেছেন।