২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৩

প্রতিদিনের ডেস্ক
থাইল্যান্ডের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। থাই পুলিশ জানিয়েছে, বুধবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টায় রাজধানীর ব্যাংকক থেকে ১২০ কিলোমিটার উত্তরে সুফান বুরি প্রদেশের এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, প্রত্যন্ত ওই এলাকাটিতে বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। খবর রয়টার্সের। প্রাদেশিক গভর্নর নাত্তাপাত সুবানপ্রতীপ বলেছেন, সব শ্রমিক নিহত হয়েছেন কিনা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। কর্মকর্তারা তদন্তের জন্য বিস্ফোরণ স্থলে প্রবেশ করেছে। তারা কারখানাটিতে জীবিত কাউকে পাননি। পুলিশের এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্তে নিহতের সংখ্যা ২৩ জন বলে জানা গেছে। আহত হয়েছেন অনেকে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেত্তা থাবিসিনকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে জুলাইয়ে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আতশবাজির একটি বড় গুদামে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও শতাধিক আহত হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়