৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

কাকরাইলে বাসের ধাক্কায় আইনজীবী নিহত

প্রতিদিনের ডেস্ক
রাজধানীর কাকরাইল মোড়ে বাসের ধাক্কায় মো. মোখলেসুর রহমান (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী বলে জানা গেছে। বুধবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে শরীফ রহমান বলেন, আমার বাবা সুপ্রিম কোর্টের দুদকের প্যানেল আইনজীবী ছিলেন। রাত ৯টার দিকে তার পুরানা পল্টন চেম্বারের দিকে যাওয়ার জন্য কাকরাইল মোড়ে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন। ওই সময় দ্রুতগামী ভিক্টর পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীফ রহমান বলেন, মুগদার বাসাবো এলাকার নিজ বাসায় থাকতেন বাবা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়