সোহাগ আলী, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোটরসাইকেলের ধাক্কায় ওলিয়ার রহমান (৭৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ১৭ জানুয়ারী বুধবার সন্ধার পর উপজেলার মঙ্গলপৈতা-বারবাজার সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওলিয়ার রহমান মঙ্গলপৈতা গ্রামের মৃত হাকিম আলীর ছেলে। জানাগেছে, ওলিয়ার রহমান মঙ্গলপৈতা বাজার থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত ওলিয়ার রহমানকে যশোর সদর হাসপাতালে প্রেরন করলে পথিমধ্যে মৃত্যুবরন করেন তিনি।দূর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন আরোহীও আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ সূবর্নসারা ফাড়ির এস আই অচিন্ত কুমার পাল জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে , তদন্ত চলছে।