প্রতিদিনের ডেস্ক
ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং গ্রাহকদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘ডায়াবেটিক কর্নার’ নামে একটি নতুন সেবা চালু করেছে দেশের অন্যতম বড় রিটেইল চেইনশপ স্বপ্ন। ডায়াবেটিস রোগীরা যেন সহজেই নিজেদের প্রয়োজনীয় পণ্য সেবা পেতে পারেন, সে লক্ষ্যে স্বপ্ন এ অভিনব উদ্যোগ নিয়েছে।
প্রথম পর্যায়ে গুলশান ১, গুলশান ২, বনানী ও বসুন্ধরা এলাকার সকল আউটলেটে গ্রাহকরা ‘ডায়াবেটিক কর্নার’ এর সুবিধা পাবেন। পরে পর্যায়ক্রমে সারা দেশে স্বপ্ন’র সকল আউটলেটে মিলবে এ সেবা।
১৭ জানুয়ারি বিকেল ৪টায় স্বপ্ন’র গুলশান ১ আউটলেটে গ্রাহকদের জন্য এ ‘ডায়াবেটিক কর্নার’ উদ্বোধন করেন অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। এ সময় স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, হেড অব মার্কেটিং মাহাদী ফয়সালসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা বলেন, ডায়াবেটিক একটি অসুখ যেটা বার্ধ্যকে আসে। ডায়াবেটিক রোগীরা যদি নিয়মশৃঙ্খলার মধ্যে জীবনযাপন করতে পারেন তাহলে অনেক ভালোভাবে জীবন যাপন করতে পারেন। সুতরাং ডায়াবেটিস রোগীদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে পাওয়া উচিত। আমি নিজে একজন ডায়াবেটিস রোগী।
আমি জানি যে, কতটা সময় লাগে এই ডায়াবেটিস- এর খাবার কিংবা অনান্য প্রয়োজনীয় জিনিস খুঁজে নিতে। তাই এই ডায়াবেটিস কর্নারটি করা। শুধু এসিআই না সব কোম্পানির পণ্য থাকবে এখানে, ক্রেতারা তাদের চাহিদা ও পছন্দমতো এখান থেকে বেছে নিতে পারবেন। আমরা স্বপ্ন করেছি, এটা এসিআইয়ের একটি স্বপ্ন এবং এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, মূলত তার চিন্তাধারার মধ্য থেকে স্বপ্ন এসেছে এবং আজ আমরা ৪৪০টি আউটলেট করতে পেরেছি; আপনাদের সহযোগিতার জন্য এটা সম্ভব হয়েছে।
তিনি বলেন, আপনারা ভবিষৎতেও আমাদের সাপোার্ট করে আইডিয়াগুলো দিয়ে সমৃদ্ধ করবেন। আমরা কাস্টমার সার্ভিসে বিশ্বাস করি। স্বপ্ন ক্রেতাদের সুবিধার্থে কাজ করে এবং সেটার জন্য কাস্টমারের সঙ্গে কোম্পানির যে সুসস্পর্ক তৈরি হয় আমরা সেটার ভাগীদার হতে চাই।
স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্নের ডায়বেটিক কর্নার আমাদের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা স্যারের আইডিয়া। স্যার আমাকে একদিন বললেন এটা অনেকের দাবি। আপনি করেন। যারা ডায়বেটিক এবং যারা স্বাস্থ্য সচেতন তারা অনেকেই খাবারে শর্করা বা চিনির পরিমাণের ব্যাপারে সচেতন। আমাদের ডায়বেটিক কর্নারে চাল, সুইটেনার, চা, দুধ, মল্ট ড্রিংকস, চকলেট, কুকিসসহ বিভিন্ন ডায়বেটিস বান্ধব খাবারের আইটেম ছাড়াও থাকছে ব্লাড প্রেসার মেশিন, রক্তে গ্লুকোজ পরীক্ষা করার মেশিন, স্ট্রিপ ইত্যাদি। এরই মধ্যে সবমহলে ডায়বেটিক কর্নার যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।
স্বপ্ন’র বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান বলেন, দেশে ১ কোটি ৩০ লাখ মানুষের ডায়াবেটিক হয়েছে। এই সংখ্যা প্রতি বছর বেড়ে চলেছে। ডায়াবেটিকদের জীবনযাত্রার মান উন্নয়নে তাদের জন্য যেসব পণ্য বিশেষভাবে প্রয়োজন সেগুলো তাদের নাগালে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আশা করি, ভবিষ্যতে আমরা আরো নতুন নতুন পণ্যের সম্ভার নিয়ে হাজির হতে পারবো।
স্বপ্ন’র হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল বলেন, স্বপ্ন-এর ডায়াবেটিক কর্নারটি আমার কাছে কেবল একটি সেকশন নয় এর চেয়ে বেশি কিছু। স্বাদের সাথে আপস না করে স্বাস্থ্যকর বিকল্প সরবরাহ করার জন্য এটা আমাদের প্রচেষ্টারই একটি প্রমাণ। আমরা মনে করি যে, ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই তাদের খাদ্য তালিকায় পছন্দের খাবারগুলোর উপর বিধিনিষেধ –এর সম্মুখীন হন। আমরা তাদের কেনাকাটার অভিজ্ঞতাকে পুষ্টিকর এবং আনন্দদায়ক করতে চেষ্টা করছি।
এসিআই নিউট্রিলাইফ লো জিআই রাইস, কোকাকোলা জিরো ক্যান, ইনসিউর ডায়াবেটিক কেয়ার, স্পেলান্ডা সুইটনার, কিষোয়ান সুগার ফ্রি বিস্কুট, আইকো সুগার ফ্রি ক্র্যাকার্স, কোয়েকার ওটস, ওয়েল ফুড সুগার ফ্রি টোস্ট, জিরো ক্যাল সুইটনারসহ নানা ধরনের ডায়বেটিস খাবারপণ্য স্বপ্ন-এর ডায়াবেটিস কর্নাারে গ্রাহকরা কিনতে পারবেন।