প্রতিদিনের ডেস্ক
কোনো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে স্বর্ণের রিজার্ভও বড় ধরনের ভূমিকা রাখে। কখনো কখনো এর ওপরেই ওই দেশের টাকার মানসহ নানা বিষয় নির্ভর করে। স্বর্ণের রিজার্ভ যে দেশের যতো বেশি, অর্থনৈতিক খুটির জোরও তার থাকে ততো বেশি। এমনকি টাকা ছাপানোর ক্ষেত্রেও এই স্বর্ণের মজুদ গুরুত্বপূর্ণ খেলাটা খেলে।১৮০০ সাল থেকে ১৯০০ সালের মধ্যে এই স্বর্ণ মজুদের প্রক্রিয়ায় যায় বিশ্বের বিভিন্ন দেশ। এখন এটাই অর্থনৈতিক স্থিতিশীলতার প্রধান মাপকাঠি হয়ে উঠেছে। প্রধান নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণকেই প্রধান মাধ্যম হিসেবে গ্রহণ করেছে বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো।
সম্প্রতি প্রকাশিত হিসেব অনুযায়ী স্বর্ণ মজুদে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। দেশটির কাছে রিজার্ভ হিসেবে আছে ৮১ হাজার ১৩৩.৪৬ টন স্বর্ণ। এরপরেই আছে জার্মানি। জার্মানদের রিজার্ভে আছে তিন হাজার ৩৫২ টন স্বর্ণ। তিনে থাকা ইতালির ২ হাজার ৪৫১ টন স্বর্ণ। এরপরেই আছে ফ্রান্স। ফরাসিদের মজুদ ২ হাজার ৪৬ টন স্বর্ণ। রাশিয়া আছে এই তালিকার পঞ্চম অবস্থানে। দেশটির রিজার্ভ ভাণ্ডারে আছে ২ হাজার ৩৩২ টন স্বর্ণ। চীনের কাছে স্বর্ণে মজুদ ২ হাজার ১৯১ টন। সুইজারল্যান্ডের রিজার্ভে আছে ১ হাজার ৪০ টন স্বর্ণ। জাপানের কাছে স্বর্ণের মজুদের পরিমাণ ৮৪৫.৯৭ টন। ভারত তাদের রিজার্ভে রেখেছে ৮০০.৭৮ টন স্বর্ণ। আর শীর্ষ দশের সবার শেষে থাকা নেদারল্যান্ডসের স্বর্ণের রিজার্ভ ৬১২.৪৫ টন।