১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভাষা সৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন

এসকে সুজয়, নড়াইল
নড়াইলে ভাষা সৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর মৃত্যুর বিষয়টি মেয়ে স্বতন্ত্রা বুলবুল সন্তু নিশ্চিত করেছেন। ভাষা সৈনিক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রিজিয়া খাতুন নড়াইল শহরের মহিষখোলা এলাকার মরহুম অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পর রিজিয়া খাতুনের কফিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুস্পার্ঘ্য অর্পণ করেন। বাদ আসর জানাযা শেষে নড়াইল শহরের আলাদাতপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার নুর জালালের কন্যা রিজিয়া খাতুন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন অগ্রজ সৈনিক ছিলেন। তিনিসহ ১০-১৫ জন মিলে শহরের তৎকালীন কালিদাস ট্যাংক (বর্তমান টাউনক্লাব) এর পাশে প্রথম শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়