প্রতিদিনের ডেস্ক
মাইক্রোসফটের সঙ্গে ১০ বছরের অংশীদারত্ব চুক্তি করেছে ভোডাফোন। মূলত ইউরোপ ও আফ্রিকার ৩০ কোটির বেশি গ্রাহকের কাছে জেনারেটিভ এআই, ডিজিটাল, এন্টারপ্রাইজ ও ক্লাউড সেবা চালু করতেই এ চুক্তি করা হয়েছে বলে জানা গেছে। খবর রয়টার্স।
মাইক্রোসফটের অ্যাজুর ওপেনএআই ও কো-পাইলট প্রযুক্তি ব্যবহার করে গ্রাহককেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ব্রিটিশ টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি।
চুক্তির অংশ হিসেবে ভোডাফোন পরিচালিত আইওটি (ইন্টারনেট অব থিংস) প্লাটফর্মের একটি ইকুইটি বিনিয়োগকারী হবে মাইক্রোসফট। চলতি বছরের এপ্রিলের মধ্যে একটি স্বতন্ত্র ব্যবসায় পরিণত হবে এটি। এছাড়া মাইক্রোসফট আফ্রিকায় ভোডাফোনের মোবাইল আর্থিক প্লাটফর্ম সম্প্রসারণে সহায়তা করবে বলেও সূত্রে জানা গেছে।
ভোডাফোনের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা লুকা মুসিক এআইতে মাইক্রোসফটের নেতৃত্বের কথা তুলে ধরে জানান, এটি টেলিকমের গ্রাহক পরিষেবাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। মাইক্রোসফটের এআই পরিচালিত টোবি চ্যাটবট গ্রাহকের প্রশ্নের আরো সামঞ্জস্যপূর্ণ উত্তর দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।