২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোরে স্বাস্থ্যসেবার নামে প্রতারণার অভিযোগে আধুনিক হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকে অভিযান

নিজস্ব প্রতিবেদক
যশোরে স্বাস্থ্যসেবার নামে প্রতারণার অভিযোগে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আধুনিক হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। এসময় তারা ক্লিনিকগুলোর নানা অনিয়ম হাতেনাতে ধরে জরিমানা ও সিলগালা করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যাবসহ প্রশাসনিক সহযোগিতায় শহরের বিভিন্ন ক্লিনিকে অভিযান চালানো হয়। এসময় নানা অনিয়মের অভিযোগে আধুনিক হাসপাতাল সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জেনেসিস হাসাপাতালকে সতর্ক ও হাসিনা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন, র‌্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি তানভির ফয়সাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদসহ র‌্যাব এবং পুলিশ সদস্যরা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়