১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

রোহিতের নিয়ম বিরুদ্ধ ব্যাটিং নিয়ে ‘অজ্ঞ’ আফগান কোচ

প্রতিদিনের ডেস্ক
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সুপার ওভারের জমজমাট লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়েছে ভারত। তবে এই ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের মাঝেও আলোচনার কেন্দ্রবিন্দুতে দ্বিতীয় সুপার ওভারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার নিয়ম বিরুদ্ধ ব্যাটিং। নিয়ম নিয়ে চারপাশ সরগরম হলেও কোনো ধারণাই নেই আফগানিস্তান কোচ জোনাথন ট্রটের। ম্যাচ শেষে রোহিতের ব্যাটিং নিয়ে ট্রট সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার কোনো ধারণা নেই। এর আগে কি কখনো দুটি সুপার ওভার হয়েছে? বলতে চাচ্ছি, এটা নতুন কিছু। আমি যেটা বলার চেষ্টা করছি, আমরা নিয়মগুলোকে প্রতিনিয়ত পরীক্ষা করছি, নীতিমালাকে (আইসিসির প্লেয়িং কন্ডিশন) পরীক্ষা করছি।’ ম্যাচে প্রথম সুপার ওভারে স্বেচ্ছায় মাঠ ত্যাগ (রিটায়ার আউট) করেও দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করেছেন রোহিত। আর এ নিয়েই চলছে তুমুল আলোচনা-সমালোচনা। রোহিত কি আউট ছিলেন নাকি আসলেই দ্বিতীয়বার ব্যাটিং করার সুযোগ আছে? আইসিসির নিয়মই বা কি বলে? এমন প্রশ্ন চারপাশে ঘুরপাক খাচ্ছে। আইসিসির টি-টোয়েন্টি প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রথম সুপার ওভারে আউট হওয়া ব্যাটসম্যান পরের সুপার ওভারে নামতে পারবেন না। নিয়মানুযায়ী, কোনো বোলার প্রথম সুপার ওভারে বল করলে দ্বিতীয় সুপার ওভারে পারবেন না। আউট হওয়া ব্যাটসম্যানের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এখানেই মূলত রোহিতকে নিয়ে আলোচনা। প্রথম সুপার ওভারে রোহিত শর্মা উঠে যাওয়ার সময় স্পষ্ট দেখা গিয়েছিল যে, তিনি স্বেচ্ছায় মাঠ ত্যাগ করেছেন। সে হিসেবে তিনি রিটায়ার আউট। দ্বিতীয়বার মাঠে নামার কোনো সুযোগ নেই। কিন্তু ভারতীয় দলনেতা নেমেছেন, যা সম্পূর্ণ আইসিসির প্লেয়িং কন্ডিশনের বিরুদ্ধে! বেঙ্গালুরুতে ৪২৪ রানের ম্যাচ টাই হওয়ার পর প্রথম সুপার ওভারে ১৬ রান তোলে আফগানিস্তান। ১৭ রানের লক্ষ্যে ভারত ১৬ রান তুলতে পারে। রোহিত দুটি ছক্কা হাঁকান। তবে শেষ বলে রোহিত ছিলেন নন স্ট্রাইকে। ভারতের প্রয়োজন ছিল ২ রান। এই সময় রোহিত উঠে গিয়ে রিংকু সিংকে মাঠে পাঠান। শেষ বলে ভারত ১ রানের বেশি না তুলতে পারায় ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। তখন আবারও ব্যাটিংয়ে নামেন রোহিত। এটা নিয়েই আলোচনা। ব্যাটিংয়ে নেমে রোহিত ফরিদ আহমেদের প্রথম ৩ বল থেকে তোলেন ১১ রান। আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২ রান। কিন্তু ব্যাট করতে নেমে আফগানিস্তান আটকে যায় ১ রানেই। ভারত ম্যাচ জিতে যায় সুপার ওভারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়