৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

সরকারি খান বাহাদুর কলেজে সাইবার ক্রাইম প্রতিরোধে ওরিয়েন্টেশন

দেবহাটা প্রতিনিধি
সরকারি খান বাহাদুর আহছানুল্লা কলেজে ২৫ শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল এগারোটার সময়, কলেজ অডিটোরিয়াম রুমে, দেশের বর্তমান প্রেক্ষাপটে যুবসমাজকে সুশিক্ষায় শিক্ষিত করতে বদ্ধ পরিকর শিক্ষক ও অভিভাবক। কিন্তু তাদের স্বপ্নকে ধুলিস্যাৎ করতে শিক্ষা বাদ দিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েছে যুবসমাজ। বিজ্ঞান আমাদের আশীর্বাদ কিন্তু বিজ্ঞানের ভালো দিকটা না নিয়ে মন্দ দিকটা বেছে নিচ্ছে বর্তমান ছাত্র ছাত্রীরা। বর্তমান নেট দুনিয়ায় এহেন অপরাধ নেই যা করছে না তারা। মানুষের নামে খারাপ ছবি পোস্ট করা, ছবি এডিটিং করা, কুৎসা রটনা করা, সম্মান হানি করা। ফলে অনেকে সাইবার ক্রাইম জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এই ক্রাইম প্রতিরোধের জন্য সংসদে শাস্তির বিধান দেখে আইন পাস হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাইবার ক্রাইম প্রতিরোধের লক্ষ্যে সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ ক্রাইম প্রতিরোধ কমিটি ও কলেজেররোভার গ্রুপের যৌথ যৌত আয়োজনে ছাত্রীদের নিয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।কমিটির সভাপতি প্রভাষক স্বপন প্রভাষক স্বপন কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর অলক কুমার ব্যানার্জি। রোভার স্কাউট সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদস্য প্রভাষক রিতা রানী প্রভাষক এস এম ফিরোজ আহমেদ প্রভাষক আসাদুজ্জামান। শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র রোভারমেট শেখ নাহিদুর রশিদ মোস্তাসিবিল্লাহ ও জ্যোতি বিশ্বাস।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়