১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

একসঙ্গে অবসরে ওয়েস্ট ইন্ডিজের চার তারকা ক্রিকেটার

প্রতিদিনের ডেস্ক
একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী চার নারী ক্রিকেটার। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা ৪ ক্রিকেটার হলেন- আনিশা মাহমুদ, সাকিরা সেলম্যান, কাইসিয়া নাইটস ও কায়সোনা নাইট। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন তারা। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের শিরোপাজয়ী দলেন এই চার ক্রিকেটার। সেই আসরে স্টেফেনি টেইলারের নেতৃত্বে ফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে ২০ বছরের ক্যারিয়ারে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৫৮টি ম্যাচ খেলে ৩০৫ উইকেট শিকার করেছেন আনিশা। পুরুষ-নারী উভয় ক্যাটাগরি মিলিয়ে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছেন ৩৫ বছর বয়সী এই নারী ক্রিকেটার। সেলম্যান ১৮ বছরের ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৯৬টি ম্যাচ খেলেছেন তিনি। অপরদিকে ২০১১ ও ২০১৩ সালে অভিষেক হয় দুই জমজ বোন কাইসিয়া নাইট ও কায়সোনা নাইটসের। কাইসিয়ার খেলেছেন ১৫৭ ও কায়সোনা ১০৬টি ম্যাচ খেলেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়