১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

চীনের জন্য ইন্টেলের নতুন দুই প্রসেসর উন্মোচন

প্রতিদিনের ডেস্ক
প্রসেসরের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে কাজ করছে ইন্টেল। এর অংশ হিসেবে চলতি বছরের সিইএস সম্মেলনে দুটি নতুন চিপ উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিটি। এএমডির সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি বিশ্বের অন্যান্য বাজারে প্রবেশের অংশ হিসেবে চীনের জন্যই প্রসেসর দুটি আনা হয়েছে। খবর গিজমোচায়না।
প্রসেসর দুটি হলো কোর আই৭-১৪৭৯০এফ ও আই৫-১৪৪৯০এফ। আই৭ প্রসেসরটিতে ১৬টি কোর রয়েছে এবং সর্বোচ্চ ৫ দশমিক ৪০ গিগাহার্টজ ক্লকস্পিডে চলতে সক্ষম। বিশেষভাবে এটি চীনের বাজারে পাওয়া যাচ্ছে। তবে আই৭-১৪৭০এফের তুলনায় এতে চারটি কোর কম রয়েছে। এছাড়া ক্যাশ ফাইল সংরক্ষণের সক্ষমতা ৩ মেগাবাইট করা হয়েছে। জেডি প্লাটফর্মের অফিশিয়াল স্টোরে প্রসেসরটির দাম ২ হাজার ৯০৯ ইয়েন।
অন্যদিকে কম সুবিধা বা কনফিগারেশনের দিক থেকে আই৫-১৪৪৯০এফ প্রসেসর বাজারজাত করা হয়েছে। এতে ১০টি কোর ও ১৬টি থ্রেড রয়েছে। এর সর্বোচ্চ ক্লকস্পিড ৪ দশমিক ৯ গিগাহার্টজ। চীনের বাজারে প্রসেসরটির মূল্য ১ হাজার ৬৫৯ ইয়েন। অন্যদিকে ৪ দশমিক ৭ গিগাহার্টজ ক্লকস্পিড ও ২০ মেগাবাইট ক্যাশ মেমোরিযুক্ত প্রসেসরের দাম ১ হাজার ৬৫৯ ইয়েন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়