৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

তবু যে কারণে নেই পরীমনি

প্রতিদিনের ডেস্ক
‘কাগজের বউ’ সিনেমার কাজ বেশ আগেই শেষ করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। অপেক্ষা ছিল এটি মুক্তির। অপেক্ষার পালা শেষ হয়েছে। প্রেক্ষাগৃহে আজই মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে ছবিটির প্রেস কনফারেন্স কিংবা প্রিমিয়ারে দেখা যায়নি এ নায়িকাকে। কারণ বেশ ক’দিন ধরে অসুস্থ তিনি সপরিবারে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পুত্রসহ। ধারণা করা হচ্ছিল ছবি মুক্তির দিন অন্তত পরীমনির দেখা মিলবে প্রেক্ষাগৃহে। কিন্তু সেটা হচ্ছে না। পুত্রের সমস্যা খানিক বেড়ে যাওয়ায় তাকে নিয়ে সোজা কলকাতা পৌঁছেছেন এ নায়িকা।
দেশে ৭ দিন চিকিৎসা নিলেও সেরে উঠেননি পরী ও তার পুত্র। বরঞ্চ রাজ্য’র দুটি ভাইরাস ধরা পড়েছে। পাশাপাশি পরীমনিও সুস্থ হয়ে ওঠেননি। তাই দুজনের চিকিৎসার জন্যই ছবি মুক্তির ঠিক আগে কলকাতার উদ্দেশ্যে রওনা হতে হয়েছে পরীমনিকে। এ নায়িকা কলকাতা থেকে মানবজমিনকে বলেন, আসলে এমনটা তো হওয়ার ছিল না। বেশ পরিকল্পনা ছিল ছবির প্রচারণা নিয়ে। আমিও ‘কাগজের বউ’ নিয়ে এক্সাইটেড ছিলাম। কিন্তু থাকতে পারলাম না। শুধু তাই নয়, ‘ডোডোর গল্প’র শুটিংও করতে পারিনি। পরী আরও বলেন, রাজ্য বেশ অসুস্থ। আমি দেশেই চিকিৎসা নিলে পারতাম। কিন্তু ওর জন্যই কলকাতায় আসা। এখানে চিকিৎসা ভালোভাবে শেষ করে কাজে ফিরতে চাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য। প্রসঙ্গত, ‘কাগজের বউ’ সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। আর এতে পরীমনি অভিনয় করেছেন ডিএ তায়েবের বিপরীতে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়