৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় আগুনে ২ টি বসতঘর ভস্মীভূত

পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় আগুনে পুড়ে দুটি বসতঘর ভস্মীভূত হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসদরের ৯নং ওয়ার্ডের শীববাটি ব্রীজের শ্মশান ঘাট সংলগ্ন জনৈক আকবর গাজী ও শরিফুল গাজীর বসত বাড়িতে ভয়াবহ এ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ঠিক কি কারণে আগুণ লাগে ও এতে ক্ষয় তির সঠিক পরিমাণ নিশ্চিত জানা জায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পৌরসদরস্থ শীববাটি ব্রীজের শ্মশান ঘাট সংলগ্ন জনৈক আকবর গাজী ও শরিফুল গাজীর বসত বাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এতে দুটি পরিবারের বসতঘর ও রান্না ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে ও এতে ঠিক কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে পাশ্ববর্তী কয়রা উপজেলা থেকে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই ওই দুটি পরিবারের বসতবাড়িসহ রান্নাঘর ভস্মীভূত হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়