১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

পিকনিকে গিয়ে নৌকাডুবি: ১৬ শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু

প্রতিদিনের ডেস্ক
ভারতের গুজরাটে স্কুলের পিকনিকের নৌকা উল্টে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন শিক্ষক এবং বাকি ১৪ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভাদোদারার হারনি লেকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় নৌকাটিতে ৩৪ জন শিক্ষক-শিক্ষার্থী ছিল। ৩৪ জনের মধ্যে ৮ জনকে জীবিত এবং ১৬ জনকে মৃত উদ্ধার করায় এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে এখনও তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাঁদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। উদ্ধারকারীদের আশঙ্কা নিখোঁজদের কয়েকজন হয়তো কাঁদায় আটকে গেছেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়