২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

বিকাশের পে-রোল সল্যুশনের মাধ্যমে কর্মীদের বেতন দেবে কোয়ালিটি

প্রতিদিনের ডেস্ক
কর্মীদের বেতন দেওয়ার ক্ষেত্রে এখন থেকে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে দেশের অন্যতম শীর্ষ পোল্ট্রি, মৎস্য এবং গবাদি পশুর খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়ালিটি ফিডস লিমিটেড।সম্প্রতি বিকাশের সঙ্গে কোয়ালিটি ফিডস-এর মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা বিকাশের পে-রোল সল্যুশনের মাধ্যমে সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা গ্রহণ করবেন।এর ফলে, একদিকে কর্মীরা যেমন সরাসরি তাদের মোবাইল অ্যাকাউন্টে বেতন-ভাতা পাবেন, অন্যদিকে প্রতিষ্ঠানের জন্য ক্যাশ টাকার ঝামেলা দূর হওয়ায় কর্মীদের সামগ্রিক বেতন ব্যবস্থাপনা আরও সহজ ও সাশ্রয়ী হয়েছে।
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং কোয়ালিটি ফিডস এর গ্রুপ করপোরেট অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স ডিরেক্টর মো. সাফির রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কোয়ালিটি ফিডস এর ফাইন্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ডিরেক্টর মো. বশির রহমান, বিকাশের হেড অব গভর্নমেন্ট প্রজেক্ট অ্যান্ড সেলস মাসরুর চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই মুহূর্তে দেশজুড়ে ১১ শতাধিক প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়