উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে খড় বহনকারী ভ্যান থেকে সড়কে পড়ে সন্ন্যাসী দাস(৪৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার পাতড়াখোলা এলাকায় বংশীপুর-ভেটখালী সংযোগ সড়কে ঘটনাটি ঘটে। পেশায় খড় ও বিচুলি ব্যবসায়ী সন্ন্যাসী উপজেলা সদরের গোপালপুর গ্রামের কেশব দাসের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানায় কেশব এক সহযোগীকে নিয়ে উপজেলার রমজাননগর এলাকায় মাড়াইকৃত ধানের বিচুলী ও খড় কিনতে যায়। সন্ধ্যার পর ভ্যান ভর্তি খড় ও বিচুলী নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে বিচুলীর উপর থেকে তিনি পাকা সড়কে পড়ে যান। রাস্তার উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে বেঁধে তিনি নিচে ছিটকে পড়েন বলে দাবি করেন তার স্বজনরা।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার শাকির হোসেন জানান স্থানীয়রা উদ্ধার করে জরুরী বিভাগে নেয়ার আগে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।