উৎপল মণ্ডল,শ্যামনগর
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষিখালী গ্রামে পানি সেঁচ করার স্যালো মেশিনে কাপড় জড়িয়ে মোঃ উজ্বল হোসেন (২৭) নামে এক ব্যাক্তি মারা গেছে। উজ্বল হোসেন গাবুরার খলিশাবুনিয়া গ্রামের হজরত আলী গাইনের ছেলে সন্তানের জনক বলে জানান স্থানীয়রা।তাদের মাধ্যমে জানা যায়, গতকাল ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার)রাত ৯ টার সময় উজ্বল তার মৎসঘেরের পানি সেঁচ করতে যায়। মৎসঘেরর বাসায় তিনি একা ছিলেন।পরদিন আজ সকাল ৭টার সময় এলাকাবাসী মৎসঘেরের পানি সেঁচের মেশিনে জড়ানো মৃত্যু লাশ দেখতে পায়। ধারনা করা হচ্ছে রাতে একাকী অবস্থায় তিনি মেশিনে স্টার্ট করতে যেয়ে দুর্ঘটনায় মারা যান। আশপাশে বাড়ীঘর না থাকায় এবং রাতে গুড়িগুড়ি বৃষ্টির কারণে এলাকাবাসী টের পাননি বলে জানায়।