৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইনকগনিটো মোডে নতুন প্রাইভেসি সতর্কবার্তা যুক্ত করল ক্রোম

প্রতিদিনের ডেস্ক
ক্রোম ব্রাউজারের সর্বশেষ ভার্সনে ইনকগনিটো মোডে নতুন প্রাইভেসি সতর্কবার্তা যুক্ত করেছে গুগল। এর আগে গুগলের ব্রাউজারটিতে ইনকগনিটো মোড ব্যবহারকারীদের ডাটা সংগ্রহ ও ট্র্যাকিংয়ের অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা সম্মুখীন হয়। এর পরিপ্রেক্ষিতে ৫০০ কোটি ডলার জরিমানা দিয়ে মামলার নিষ্পত্তি করে প্রতিষ্ঠানটি। খবর ভার্জ।
ক্রোমের সর্বশেষ ক্যানারি বিল্ড সংস্করণে ১২২.০.৬২৫১.০ ভার্সনে নতুন সতর্কবার্তা যুক্ত করেছে গুগল। আপডেট করা নতুন সতর্কবার্তাটিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে গুগল একই ডিভাইসের একাধিক ব্যবহারকারী থাকলে তাদের কাছ থেকে ব্রাউজিং কার্যক্রম বা হিস্ট্রি লুকিয়ে রাখবে। এর মাধ্যমে গুগলের মতো ওয়েবসাইটগুলোর ব্যবহারকারীর ডাটা সংগ্রহ সম্পূর্ণ বন্ধ হবে না।
মূলত একই ডিভাইসের একাধিক ব্যবহারকারী থাকলে সেক্ষেত্রে ব্রাউজিং হিস্ট্রি আড়ালে ইনকগনিটো মোড ব্যবহার করা কার্যকর। গুগল কর্তৃপক্ষ আশাবাদী ক্রোমের ইনকগনিটো মোডে নতুন প্রাইভেসি সতর্কবার্তা দেয়ার ফলে তাদের স্বচ্ছতা বাড়বে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়