১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

কাজের অনুমতি পেলেন ঋতুপর্ণা

প্রতিদিনের ডেস্ক
ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এখনো নিয়মিত ঢাকাই ছবিতে অভিনয় করছেন এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় ‘বাঙালি বিলাস’ নামে একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি। তাকে এ দেশে শুটিংয়ের ‘ওয়ার্ক পারমিট’ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে দেখা যায়, বাংলাদেশে দুই মাস সিনেমায় কাজের জন্য অনুমতি পেয়েছেন ঋতুপর্ণা। জানা গেছে, ছবিটি পরিচালনা ও প্রযোজনা করছেন এবাদুর রহমান। তবে এতে ঋতুপর্ণা ছাড়া আর কোন কোন শিল্পী থাকছেন বা কবে থেকে এর শুটিং শুরু হবেÑ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে গেল বছরের আগস্টে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ ছবিতে শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসঙ্গত, ১৯৯৭ সালে ‘স্বামী কেন আসামি’ দিয়ে বাংলাদেশের ছবিতে অভিনয় শুরু করেছিলেন ঋতুপর্ণা। তখন থেকেই তার বাংলাদেশে আসা-যাওয়া।
বাংলাদেশের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মান্না, ফেরদৌস, আমিন খান, রিয়াজসহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন তিনি। বাংলাদেশে রয়েছে তার অসংখ্য অনুরাগী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়