২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

চোট এখন ‘ম্যাটার’ করে না: মাশরাফি

প্রতিদিনের ডেস্ক
হাঁটুর চোটের কারণে মাশরাফি বিন মুর্তজা বিপিএল খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল সংশয়। চিকিৎসক তাকে আবারো ছুরি-কাঁচির নিচে যাবার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বিপিএল খেলার ইচ্ছায় থাকা মাশরাফি চিকিৎসা বিলম্বিত করেন। শুক্রবার থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের প্রথম ম্যাচ থেকেই খেলছেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিয়েছেন। শর্ট রান আপে বোলিংও করেছেন। পেয়েছেন উইকেটও। ২৫০ দিন পর পেশাদার ক্রিকেটে ফিরে প্রথম বলে পেয়েছেন সাফল্য। অভাবনীয় হলেও মাশরাফির এই সাফল্য আনন্দ ছড়িয়েছে বেশ। কিন্তু ম্যাচ শেষে ওই আনন্দ টেকেনি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে সিলেট স্ট্রাইকার্স ম্যাচ হেরেছে ৭ উইকেটে। সিলেটের ম্যাচ হারের থেকেও মাশরাফির চোট নিয়ে মাঠে ফেরা, বোলিংয়ে সাফল্য আলোচনায় এসেছে। তবে এসব চোট এখন মাশরাফিকে খুব একটা ভাবায় না। সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বলেছেন, ‘ডাজেন্ট মেইক এনি সেন্স ম্যাচ না জিতলে তো আসলে লাভ নাই। আর এখানে তো আমার ওই ক্যারিয়ারও নাই। এগুলো কোনো ম্যাটার করে না। মূল কথা ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ ছিল, আমাদের হাতেও ছিল। আমাদের হয়তো ফিল্ডিংয়ের কারণে মূল্য দিতে হয়েছে।’সিলেটের করা ১৭৭ রানের লক্ষ্য চট্টগ্রাম ছুঁয়ে ফেলে ৯ বল হাতে রেখে। ম্যাচ সিলেটের হাতের মুঠোয় ছিল। তবে একাধিক সুযোগ হাতছাড়া করে তারা ম্যাচ হারায়। ক্যাচ মিস করেন মিঠুন, শান্ত,তানজীম। ফিল্ডিংয়ে সুযোগ নিতে না পারায় মাশরাফির কণ্ঠে হতাশা ফুটে উঠল, ‘অল্প সময়ের মাঝে তিনটা ক্যাচ, টি-টোয়েন্টিতে কামব্যাক করা খুবই কঠিন। উইকেটে তো ডিউ। আস্তে আস্তে ভালো হচ্ছিলো। তখন আসলে ব্রেক দরকার ছিল। আমাদের সুযোগ ছিল কিন্তু আমরা হাতে নিতে পারিনি। একটা হলে তাও পূরণ করা যায়, তিনটা হলে তো আর পূরণ করা যায় না।’ গত আসরে মাশরাফিরা ফাইনাল খেলেছিল। কাগজে কলমে সেরা দল না হলেও মাশরাফির নেতৃত্ব এবং শান্ত, জাকির, মুশফিক, আমিরদের পারফরম্যান্সে তারা ফাইনাল খেলেছিল। এবারও তেমন কিছু প্রত্যাশায় ক্রিকেটপ্রেমিরা। তবে মাশরাফি এখনই বড় কিছু চিন্তা করছেন না, ‘এই মৌসুম তো কেবল শুরু হলো। এমনও হতে পারে এই দল ভালো খেলছে না। এটা খুবই স্বাভাবিক, এটা তো ক্রিকেটে হতেই পারে। আগেরবার ফাইনালে খেলেছি বলে এবারও যে টপে যেতে পারব এরকম তো কথা নেই। আমাদের কাজ হচ্ছে শেষ পর্যন্ত লড়াই করা। কেবল একটা ম্যাচ হয়েছে। দেখা যাক সামনে কি হয়। তবে টি-টোয়েন্টি চ্যালেঞ্জিং। অন্যান্য দলের সঙ্গে তুলনা করলে অবশ্যই চ্যালেঞ্জিং হবে।’

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়